আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

কায়ী ফাউন্ডেশন দরিদ্র, অসহায় ও অবহেলিত মানুষের পাশে থেকে সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। মানবতার কল্যাণে আমরা একসাথে এগিয়ে চলেছি, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে।

কায়ী ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের দরিদ্র, অসহায় এবং অবহেলিত মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করা। এই ফাউন্ডেশন দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, ঔষধ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি, অসুস্থ মানুষের জন্য হাসপাতাল ও গবেষণাগার গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে।

এছাড়াও, অবহেলিত শিশুদের শিক্ষা ও সুস্থ জীবনের জন্য কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা, নারী নির্যাতন, বাল্য বিবাহ এবং মাদক বিরোধী কার্যক্রম গ্রহণের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং সকলের জন্য টেকনিক্যাল ট্রেনিং ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

লক্ষ্য ও উদ্দেশ্য এক নজরে

নিম্নে বর্ণিত সকল উদ্দেশ্যাবলী বাস্তবায়নের পূর্বে সরকার/ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের /উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের পর কার্য্যক্রম আরম্ভ হইবে এবং এ্যাক্ট ১৮৬০ এর ২০ ধারার বিধানের পরিপন্থি উদ্দেশ্য /উদ্দেশ্যবলী কার্যকর বলিয়া গণ্য হইবে।

  • ১. দরিদ্র মানুষের জন্য হেল্থ কেয়ার সেন্টার স্থাপন ও পরিচালনা করা ।
  • ২. দরিদ্র মানুষের মধ্যে যে কোন জনহিতকর বা দাতব্য, কার্যক্রম পরিচালনা করা ।
  • ৩. অসুস্থ্য মানুষের চিকিৎসা ও গবেষণার জন্য হাসপাতাল ও গবেষণাগার স্থাপন করা ।
  • ৪. অবহেলিত দারিদ্র পীড়িত মানুষের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা ।
  • ৫. অশিক্ষিত ও অর্ধ-শিক্ষিত মানব গোষ্ঠীকে উন্নত পদ্ধতিতে স্বাস্থ্যসেবামুলক শিক্ষা কার্যক্রম গ্রহণের মাধ্যমে কর্ম দক্ষতার বৃদ্ধি ও উদ্দেশ্যে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া / গ্রহন করা ।
  • ৬. জনসাধারণকে/ দরিদ্র জনগোষ্ঠিকে/ মানব সমাজকে উপযোগীতা মূলক/ তাদের হিতকর / মঙ্গলকর কার্যক্রম সম্পর্কে অবহিত করা ।
  • ৭. সাধারণ মানুষের (শিক্ষিত/ অর্ধ-শিক্ষিত) মধ্যে পাঠাগার/ পাঠকক্ষ প্রতিষ্ঠা করে পাঠাভ্যাস গড়ে তোলার ব্যাপারে সচেতন করা ।
  • ৮. দরিদ্র অবহেলিত ছিন্নমূল শিশুদের কল্যাণার্থে তাদের সুস্থ্য, শিক্ষা পরিবেশন ইত্যাদি সম্পর্কে জ্ঞান দান করে সেবামুলক কার্যক্রম করা ।
  • ৯. অনাথ শিশুদের জন্য আশ্রয় কেন্দ্র ও শিক্ষালয় প্রতিষ্ঠা করা ।
  • ১০. বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রম স্থাপন করা।
  • ১১. আর্সেনিকমুক্ত তথা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা ।
  • ১২. অভীষ্ট জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পারিবারিক পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, প্রজন্ম স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও যুগোপযোগী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা ।
  • ১৩. বনায়ন ও নার্সারী গ্রহন করা ।
  • ১৪. বয়স্ক শিক্ষা , কিশোর- কিশোরী ও উপ-আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা ।
  • ১৫. যুবক/ যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে স্বল্প সময়ে যে কোন টেকনিক্যাল ট্রেনিং প্রদান করা ।
  • ১৬. ধুমপান ও মাদক বিরোধী কার্যক্রম গ্রহণ করা ।
  • ১৭. এইডস/এস,টি,ডি (AIDS/STD) সম্পর্কে গণ সচেতনতা সৃষ্টি করা।
  • ১৮. প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ, ত্রাণ, ও পুনর্বাসন কর্মসূচিতে সহায়তা করা ।
  • ১৯. নারী নির্যাতন, বাল্য বিবাহ এবং যৌতুক প্রতিরোধকল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা ।
  • ২০. ফাউন্ডেশনের স্বার্থে সব ধরনের শর্তের ভিত্তিতে আর্থিক সাহায্য, মঞ্জুরী, দান, সহোযোগীতা, উপকার, চাঁদা গ্রহণ (বৈদেশিক সাহায্য, দান, মঞ্জুরী ও সহোযোগীতার ক্ষেত্রে ১৯৭৮ এর সেচ্ছাসেবী (তৎপরতা) রেগুলেশন অর্ডিন্যান্স নং-১৯৭৮ প্রযোজ্য) এবং উক্ত দান, মঞ্জুরী, সাহায্য, সহোযোগীতা, উপকার গ্রহনের মাধ্যমে বিভিন্ন তহবিল সংগ্রহ অর্জন ও সম্পদ ও সম্পত্তির রক্ষণাবেক্ষণ ।